শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার : প্রতি বছরই হাওর রক্ষা বেড়িবাঁধগুলো নিয়ে হৈ-হৈল্লোড় শুরু হলেও সময়মতো কাজ না করায় কোন ঠিকাদার কিংবা পিআইসিকে জবাবদিহিতা করতে হয়নি। ফলে তারা প্রতি বছরই এ সকল বাঁধ নির্মাণের নামে হরিলুট করেও পার পেয়ে যান। তাদের চরম খোয়ালিপনায় সাধারণ কৃষক নিঃস্ব হলেও মাথাব্যাথা নেই সংশ্লিষ্ট বিভাগের-মনের ক্ষোভে এমন কথাই জানালেন অনেক কৃষক। গতকাল (রোববার) সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের দক্ষিণের বেড়িবাঁধটি ভেঙ্গে হাওরে পানি ঢুকা শুরু হয়েছে। তবে স্থানীয় জনসাধারণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাঁধটিকে রক্ষার্থে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার করিমপুর ইউনিয়নের কেজাউড়া গ্রামের দক্ষিণের বাঁধ ভেঙ্গে বরাম হাওরে রোববার রাত থেকেই পানি ঢুকছে, তবে স্থানীয় কৃষি বিভাগ সূত্র দাবি করছে সকাল ৭টার দিকে এ বাঁধ ভেঙ্গেছে। এ হাওরে ৩ হাজার ২শত হেক্টর বোরো জমি রয়েছে। তবে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ তারা জানাতে পারেন নি। বেশ কয়েকজন কৃষক জানান, হাওরের সামান্য জমি কাটা হয়েছে, আর গতকালের ঢোকা পানিতে পুরো হাওর তলিয়ে গেছে। তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন যদি ঠিকমতো বাঁধ মেরামতের তদারকি করতেন, তবে কৃষকের এ সর্বনাশ হতোনা। আশপাশের কয়েক গ্রামের লোকজন বাঁধ মেরামতের জন্য সকাল থেকেই আন্তরিকভাবে কাজ করছেন বলে জানান তারা।