মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
মোল্লা ওমরের ইন্তেকাল : তালেবানের নতুন নেতা মোল্লা আখতার মানসুর নির্বাচিত

মোল্লা ওমরের ইন্তেকাল : তালেবানের নতুন নেতা মোল্লা আখতার মানসুর নির্বাচিত

মুহাম্মদ আব্দুল বাছির সরদার, আমার সুরমা ডটকম ডেক্স :
আফগানিস্তানের তালেবানের নতুন নেতা নির্বাচিত হয়েছেন মোল্লা আখতার মানসুর। এ গোষ্ঠীর নেতৃত্ব পরিষদ তাকে নতুন হিসেবে নির্বাচিত করেছে। তালেবান নেতা মোল্লা ওমর দুই বছরের বেশি আগে করাচিতে মারা গেছেন-এমন খবর প্রকাশিত হওয়ার একদিন পর মোল্লা আখতার মানসুরকে নতুন নেতা হিসেবে নির্বাচন করা হল। নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে এ খবর দিয়েছেন। আফগানিস্তানে তালেবান শাসন আমলে বিমানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মোল্লা আখতার।
ওই তালেবান নেতা আরো বলেন, খলিফা নামে পরিচিত হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে আফগান তালেবানের উপ-প্রধান হিসেবে নির্বাচন করেছে এ পরিষদ। অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত কোনো ঘোষণা দেয়নি তালেবান। কিন্তু শিগগিরই এ নিয়ে ঘোষণা আসছে বলেও জানিয়েছেন এ তালেবান নেতা।
নেতা নির্বাচনের জন্য অনুষ্ঠিত শুরা বৈঠকে উপস্থিত থেকে বৃহস্পতিবার তালেবানের দুই শীর্ষনেতা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গত বুধবার তালেবানের শীর্ষনেতা মোল্লা ওমর মারা যাওয়ার খবর প্রকাশের একদিন পর এ তথ্য প্রকাশ হলো। বুধবার আফগান গোয়েন্দা সংস্থার সূত্রগুলো মোল্লা ওমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে।
২০১৩ সালের এপ্রিল মাসে করাচির এক হাসপাতালে মোল্লা ওমরের মৃত্যু হয় বলে জানায় আফগান কর্তৃপক্ষ। এর আগেও বেশ কয়েকবার মোল্লা ওমরের মৃত্যুর সংবাদ প্রচারিত হলেও বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছিলো তালেবান। গতকালও তালেবানরা দাবি করে, মোল্লা ওমরের মারা যাওয়ার খবর তালেবানদের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা।
তবে বৃহস্পতিবার এই নতুন নেতা নির্বাচনের খবরে আফগান সরকারের দাবিরই সত্যতা প্রমাণিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তালেবানদের দুই শীর্ষনেতা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, নতুন নেতা নির্বাচনের বিষয়ে বুধবার রাতে শুরা সদস্যদের বৈঠক হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার নিকটবর্তী অজ্ঞাত স্থানে অনুষ্ঠিত এ বৈঠকে মোল্লা মনসুরকে তালেবানের নতুন আমির নির্বাচন করা হয়। আখতার এক সময় তালেবানের উপ-প্রধান ছিলেন। ওই দুই নেতা আরো জানান, ‘এ ব্যাপারে শিগগিরই শুরার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com