শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ উপলক্ষ্যে সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর উদ্যোগে ২৪ মে ২০১৬ মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ তিন শতাধিক ভোটার উপস্থিত ছিলেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান নূরুল হক তালুকদার, আলী আহমদ, রুহুল আমীন, হাজী গিয়াস উদ্দিন, দ্রুপদ চৌধুরী নুপুর। অনুষ্ঠানে উপস্থিত চেয়ারম্যান প্রার্থীগণ এলাকার উন্নয়নে এক যোগে কাজ করবেন বলে অঙ্গিকার করেন এবং ভোটারগণ সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার শপথ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন দিরাই সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম।