সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
‘খেলা নয়, রোজা আমার জন্য ফরজ’

‘খেলা নয়, রোজা আমার জন্য ফরজ’

ojilআমার সুরমা ডটকম ডেক্সজার্মান দলের ফরোয়ার্ড মেসুত ওজিলের কথা সবাই জানেন। তিনি জার্মান দলের এমন একজন মুসলিম খেলোয়াড়। যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। এমনকি মাঠের মধ্যেও মাঝে মাঝে মোনাজাত করেন। কিছুদিন আগে পবিত্র ওমরা হজ্জও পালন করেছেন। রমজানের প্রথম দিনে তিনি টুইটারে একটা ছবি পোষ্ট করেন যেখানে দেখা যায় ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করছেন ওজিল। ওজিল তার সহজসুলভ খেলার ধরন ও তাৎক্ষণিক চতুরতার জন্য পরিচিত। তার শৈলী ও অন্য খেলোয়াড়কে গোলদানে সহায়তা করার ক্ষমতার জন্য রিয়াল মাদ্রিদের প্রাক্তন ম্যানেজার জোসে মরিনহো তাকে জিনেদিন জিদানের সাথে তুলনা করেছেন। শুধু তাই নয় ২০১৪ সালে বিশ্বকাপ থেকে আয় করা সকল অর্থ ফিলিস্তিনি শিশুদের জন্য দান করে দেন ওজিল। ইসলাম ধর্ম প্রেমি ওজিল বিভিন্ন সময় সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করেন। এছাড়া গত বিশ্বকাপে তিনি রোজা রেখেও খেলা চালিয়ে গেছেন। চলমান ইউরো কাপ সামনে রেখে ওজিল বলেন, ‘খেলা আমার জন্য ফরজ নয়, রোজা ফরজ।’ আমি রোজা রেখেই খেলা চালিয়ে যাব। ইউরো কাপ খেলার জন্য ওজিল এখন ফ্রান্সে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com