সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বুধবার সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে ঈদুল ফিতর উদযাপিত হবে। এসব দেশে রমজান মাস শেষ হচ্ছে মঙ্গলবার। সৌদি গণমাধ্যম জানিয়েছে, সোমবার সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবারও রমজানের সিয়াম পালন করতে হবে। বুধবার ঈদ উদযাপিত হবে। কুয়েতের আইন মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি সোমবার এক ঘোষণায় জানিয়েছে, সোমবার চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার রমজান মাসের শেষ দিন এবং বুধবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে।
এদিকে মধ্যপ্রাচ্য ছাড়াও মিশর, পাকিস্তান, ভারত, মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়া, নর্থ আমেরিকা অঞ্চলের দেশসমূহে বুধবার ঈদ উদযাপিত হবে। তবে তুরস্ক মঙ্গলবার ঈদ উদযাপন করছে। জার্মান, মৌরতানিয়াও একইদিনে ঈদ পালিত হচ্ছে। জ্যের্তিবিদ্যা হিসাব অনুযায়ী এসব দেশে ঈদ পালিত হচ্ছে।
এদিকে বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। রমজানও সৌদি আরবের একদিন পরই শুরু হয়েছিল। সে হিসাবে দেশটিতে বুধবার ঈদ উদযাপিত হওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এদিন চাঁদ দেখা গেলে বুধবার, না গেলে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলিমরা। তবে সৌদিআরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকশ গ্রামের মুসলিমরা ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।