শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: নিজেদের মধ্যে আত্মপ্রত্যয় স্থাপন, সঞ্চয় বৃদ্ধিকরণ ও স্বাবলম্ভী হওয়ার মানসে বিকল্প পদ্ধতিতে যাত্রা শুরু করেছে ‘নাছিরপুর মাটির ব্যাংক নারী উন্নয়ন সমিতি’ নামে মহিলাদের একটি সংগঠন। প্রতি মাসে ২০ টাকা হারে ২০ জন নারী সঞ্চয় করে এক বৎসর পূর্ণ হওয়ার পর নিজেদের উন্নয়ন, সংগঠনের সদস্যদের সমস্যা নিরসন ও দরিদ্র এবং অসহায় নারীদের সেবায় বিশেষ করে গর্ভবতী মায়েদের সুচিকিৎসা প্রদানে আত্মনিয়োগ করাই মূলত এই সংগঠনের লক্ষ্য। এ সকল প্রত্যয় নিয়েই গত বৃহস্পতিবার যাত্রা শুরু করেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাছিরপুর গ্রামের এই সংগঠনটির। জানা যায়, বেসরকারি সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’-এর কারিগরি সহযোগিতায় এই সংগঠনটি চালু হয়। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার নাছিরপুর গ্রামের মায়ারুন নেছার বাড়িতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার। উক্ত বৈঠকে ২০ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠিত হয়। মোছাঃ জাহেদা বেগমকে সভাপতি, মোছাঃ জলিকা বেগমকে সেক্রেটারি ও মোছাঃ মায়ারুন নেছাকে কোষাধ্যক্ষ করে ২০ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন মোছাঃ জফুরা বেগম, মোছাঃ তাহিরুন নেছা, মোছাঃ রুবি বেগম, মোছাঃ আছিরুন নেছা, মোছাঃ কালন বিবি, মোছাঃ ছাবিকুন নাহার, মোছাঃ শামিমা বেগম, মোছাঃ ইছমা বেগম, মোছাঃ দিনা বেগম, মোছাঃ চম্পা বেগম, মোছাঃ জলি বেগম, মোছাঃ কাছাবি বেগম, মোছাঃ হেলেনা বেগম ও মোছাঃ আনোয়ারা বেগম প্রমুখ।