বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : নিউ ইয়র্ক সিটিকে বলা হয় সারা পৃথিবীর ফটোগ্রাফির গন্তব্যস্থল। আকাশ ছোঁয়া দালানকোঠা আর আটলান্টিক মহাসাগরের নীল জলের আছড়ে পড়া গর্জন সহজেই আকর্ষণ করে যেকোনো ফটোগ্রাফারকে। সম্প্রতি এক ব্রিটিশ পর্যটক নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ওপর থেকে এক অবিশ্বাস্য সেলফি তুলে আরেক উচ্চতায় নিয়ে গেলেন ভবনটিকে। তার তোলা সেলফি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং; সারা পৃথিবীর ফটোগ্রাফারদের লোভনীয় স্থান এটি। সেলফিতে দেখা যায়, পর্যটক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ওপর থেকে হাসি মুখে সেলফি তুলছেন। সেলফিটি এমন অ্যাঙ্গেলে তোলা হয়েছে যেন আশপাশের সব পরিবেশ ধরা পড়ে। আর হয়েছেও তাই। প্রায় ১২৫০ ফুট উঁচু থেকে সেলফিটি তোলা হয়েছে। কিন্তু মনে হচ্ছে যেন মেঘের উপর থেকে তোলা এটি। সেলফি তুলতে ওই পর্যটক ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা ব্যবহার করেছেন। আর এই ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরার বিশেষত্ব হলো, যে স্থানকে ফোকাস করে ছবি তোলা হবে- তার আশেপাশের আরও কিছু জায়গাকে ছোট পরিসরে ধরে নেবে ক্যামেরাটি। ওই পর্যটক প্রায় ১২৫০ ফুট উঁচু থেকে সেলফি তুলেছেন। কিন্তু ছবি দেখে মনে হচ্ছে, যেন মেঘের উপর থেকে তোলা হয়েছে ছবিটি।