মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার: যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ইসলাম ধর্মের অন্যতম ঈদ উৎসব পবিত্র ঈদুল আযহা দিরাইয়ে লোডশেডিং ও বৃষ্টিøাতের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ঈদের আগের রাত থেকে ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে দিরাইয়ে। ভারী কোন বৃষ্টিপাত না থাকার পরও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছিলনা। তাছাড়া ঈদের দিন সকাল থেকেই ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। সারাদিনই ছিল বিদ্যুতের ভেলকীবাজি। পবিত্র ঈদুল আযহার দিনে দিরাই বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পৌণে ৮টায়। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদে ৮টা, সোয়া ৮টা, সাড়ে ৮টা ও কোথাও ৯টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে উপজেলার কোথাও কোনো সংঘর্ষ বা দুর্ঘটনা ঘটেনি বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিল।