মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ”-এ স্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ড প্রতি মাসিক ৩০ কেজি চাল ১০ টাকা দরে বিক্রির শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজারে সুনামগঞ্জ (মল্লিকপুর) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ধীরনন্দী চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা কামনা রঞ্জন দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি মুরাদ আহমদ, ডিলার হাবিবুর রহমান, জাবেদ নূর প্রমূখ। অপরদিকে দুপুর সাড়ে ১২টায় পশ্চিম পাগলা ইউনিয়নের পশ্চিমপাড়া ব্রাহ্মণগাঁও পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ড প্রতি মাসিক ৩০ কেজি চাল ১০ টাকা দরে বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে।