আমার সুরমা ডটকম: সুনামগঞ্জে ৪ কোটি ৭৫ লাখ ৯ হাজার ২৫০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বেলা সাড়ে ১১টার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৮ ব্যাটালিয়ন ক্যাম্পে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিপুল পরিমাণ মাদক গত ২ বছরের বেশি সময়ে আটক করে বিজিবির। বিজিবি ২৮ এর অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রি. জেনারেল (উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার) কাজী মাসরুর উল্লাহ। সভায় আরো বক্তব্য রাখেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, সিভিল সার্জন আব্দুল হাকিম ও অ্যাডভোকেট খাইরুল কবীর রুমেন প্রমুখ। মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, শুল্ক বিভাগের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।