মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৭০ বছর বয়সী এই রিপাবলিকান নেতা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। ২৮৬ ইলেকটোরাল ভোট পেয়ে জয় পাওয়া ট্রাম্প ভোট পেয়েছেন ৫ কোটি ৭০ লাখ। অন্যদিকে ক্লিনটনের ভোট সংখ্যা ৫ কোটি ৬০ লাখ। বারাক ওবামা যখন দায়িত্ব নেন তখন তার বয়স ছিলো ৪৭। তিনি যুক্তরাষ্ট্রের পঞ্চম কমবয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আর ট্রাম্প নিলেন প্রবীণতম হিসেবে। আরেকটি দিক দিয়েও ট্রাম্প অনন্য। এর আগে সব প্রেসিডেন্টই গভর্নর, সিনেটর কিংবা সামরিক পরিচয় থেকে এসেছেন। ট্রাম্প আসলেন একদমই রাজনীতির বাইরে থেকে। এর আগে ১৯৫৩ সালে প্রেসিডেন্টের দায়িত্বপালন করা ডুট আইজেনহাওয়ারের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিলোনা। তবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যৌথ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া গত ৭১ বছরে নিউইয়র্ক থেকে কেউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেননি। সেই ধারাও ভাঙলেন ট্রাম্প।