সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ আমিনের ব্যক্তিগত উদ্যোগে ৩ মাস ব্যাপি পাথারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুরান জাহানপুর গ্রামে শতাধিক বয়ষ্কদের নিয়ে বয়ষ্ক শিক্ষা কার্যক্রম চালু ও ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পাথারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুরান জাহানপুর গ্রামের মাদরাসায় বয়ষ্ক শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়। সভায় পাথারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য নূরুল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, প্রবীন মুরুব্বী আব্দুর রউফ, সাবেক মেম্বার আব্দুল জলিল, মতিন মিয়া, এমরান হোসেন। এ সময় শিক্ষার্থীদেরকে খাতা-কলম প্রদান করেন অতিথিবৃন্দরা।
অপরদিকে বিকাল ৩টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপনের কার্যক্রমের অংশ হিসাবে পুরান জাহানপুর গ্রামের দক্ষিণে সুরমা নদীর চরে সরকারি খাস জমিতে শতাধিক বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দরা।