আমার সুরমা ডটকম ডেক্স: মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা নির্যাতন, খুন সংবাদের পর এবার সন্ধান পাওয়া গেল গণকবরের। আরাকান রাজ্যের মংডুর আশপাশের রোহিঙ্গা জনবসতিতে গণকবর ও অনেক কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি মংডুর বড়গজিরবিলে একাধিক গণকবর ও কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। গত বুধবার মংডুর ছোট গজিরবিল গ্রামে সেরকম তিনটি কঙ্কাল পাওয়া গেছে।
স্থানীয় রোহিঙ্গা মুসলিম অধিবাসীগণ জানিয়েছেন, বিভিন্ন গ্রামে গণকবর কিংবা কঙ্কালের সন্ধান পাচ্ছেন তারা। তাদের ধারণা, গত বছর ৯ অক্টোবরের পর ‘শুদ্ধি অভিযানের’ নামে সামরিক বাহিনীর সদস্যরা নিরীহ শত শত রোহিঙ্গাকে আটক করে হত্যা করে। শুদ্ধি অভিযানের নামে আটককৃতদের কোনো সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে হত্যার পর এভাবে তাদের কবর দেয়া হয়েছে।