রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে মৎস্যজীবিদের সাথে বন্দুকযুদ্ধে তিন নিরীহ ব্যক্তি নিহত হওয়ার ঘটনার মামলায় দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়াকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দিরাই পৌরসভা পরিষদ। সোমবার বিকেল ৩টায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, নিবেশ রায়, মফিজুর রহমান তালুকদার জয়েল, সুব্রত চৌধুরী, পংকজ পুরকায়স্থ, সুয়ের চৌধুরী, সবুজ মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর মোছাঃ খোশনামা বেগম, হেলেনা বেগম, মাধবী দে, পৌরসভার প্রধান সহকারি মহিবুর রহমান, হিসাব রক্ষক আশীষ রায় প্রমুখ। লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, হাওরপাড়ের কুখ্যাত সন্ত্রাসী একরার বাহিনীর প্রধান একরার ও তার ভাই সিলেট ছাত্রদলের আর্মস ক্যাডার আজাদুর রহমান রানার নেতৃত্বে একটি গ্র“প গত ১৭ জানুয়ারি কুলঞ্জ ইউনিয়নের ঘোড়ামারা সাতপাকিয়া প্রকাশিত জারলিয়া জলমহালটি দখল করতে গেলে জলমহালের ইজারাদার দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবি সমবায় সমিতির জেলেদের সাথে সংঘর্ষ হয়। এতে তিনজন নিরীহ লোক নিহত হয়। এ নিহতের ঘটনায় একটি মহল হীন ষড়যন্ত্রের উদ্দেশ্যে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের জন্য ঘটনার দুইদিন পর নিহত পরিবারের লোকজনকে প্রভাবিত করে একারার হোসেন মামলার বাদী হয়েছে। যা মামলার সুষ্ট তদন্তের জন্য অন্তরায় হিসেবে জনপ্রতিনিধি হিসেবে আমরা মনে করি। সে তার হীন উদ্দেশ্য চরিতার্থ করে অনৈতিক ফায়দা হাসিলের লক্ষে বাদী হয়ে একটি সাজানো মামলায় দিরাই পৌরসভার জননন্দিত মেয়র মোশাররফ মিয়াসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনীতিবিদকে আসামী করে মামলা দায়ের করে। অথচ এ ঘটনার সাথে তাদের আদৌ কোন সম্পৃক্ততা নেই। ঘটনার দিন আমাদের পৌরসভা কার্যালয়ে মেয়র মহোদয়ের সভাপতিত্বে সকাল ১০টা থেকে সারাদিন মাসিক মিটিং চলছিলো। কিন্তু দুঃখের বিষয়, ষড়যন্ত্রমূলকভাবে মামলায় তাকে আসামী করা হয়েছে। আমরা পৌর পরিষদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং মামলা থেকে মেয়র মহোদয়ের নাম প্রত্যাহারের জন্য আবেদন জানাচ্ছি।