শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
মোফাজ্জল হোসেন, ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের উকিলপাড়ার মোড় থেকে গত শনিবার গভীর রাতে ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরমান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার নোয়াবন্দ গ্রামে। ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, শনিবার রাত দেড়টার দিকে উপজেলা সদরের উকিলপাড়া মোড়ে দুই যুবকের গতিবিধি দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। ওই দুই যুবককে পুলিশের কাছে আসতে বললে একজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে উকিলপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা মোঃ আরমানের প্যান্টের দুটি পকেট তল্লাশী করে ১৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে ওইদিনই তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।