শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেট লেখক ফোরাম আয়োজিত পিঠা ও ঘুড়ি উৎসব আলোচনাসভা ও সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, উৎসব আয়োজনের মাধ্যমে আমাদের দেশিয় ঐতিহ্যকে সম্পূর্ণ ব্যতিক্রম ও ভিন্নধারায় উপস্থাপন লেখক ফোরামের একটি প্রশংসনীয় উদ্যোগ। আমাদের শেকড়ের সন্ধান আমাদেরকেই করতে হবে। আমাদের ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টি-কালচার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে আরও বেশি বেশি করে। খুলতে হবে নতুন নতুন সম্ভাবনার দুয়ার। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা ও ঘুড়ি উৎসবের নজরকাড়া আয়োজন নতুন প্রজন্মকে প্রেরণা দেবে। তিনি আরও বলেন, সিলেট লেখক ফোরাম শেকড়ের সন্ধানে মরমী কবি হাসন রাজা, দুরবীন শাহ, শিতালং শাহ, রাধা রমন, বাউল স¤্রাট শাহ আব্দুল করিমসহ উপমহাদেরশের শ্রেষ্ঠ কবি-সাহিত্যিক, গীতিকার, আউল-বাউলদের স্মৃতিধন্য ঐতিহাসিক স্থানসমূহে সাহিত্য আড্ডার আয়োজন করে আমাদের গুণীজনদের সম্মান দিয়ে যাচ্ছেন। শেকড়ের সন্ধানে তাদের এসব অভিযাত্রা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ফোরাম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব কামাল বাজার ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী।
কবি ও গীতিকার মাস্টার আজম আলীর পরিচালনায় ১৪ ফেব্র“য়ারি মঙ্গলবার বিশ্বনাথের কামাল বাজার এলাকার লালটেকস্থ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিপিএম, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর আব্দুল ওয়াহাব, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারী মোঃ মজনু মিয়া, সমাজসেবি ও শিক্ষানুরাগী আলহাজ সুন্দর আলী, সমাজসেবী ও সংগঠক মোঃ আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা সম্পাদক মুসাদ্দেক হোসেন সাজুল, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী আরশ, প্রধান শিক্ষক প্রদিপ কুমার চৌধুরী, সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ নূরুল ইসলাম, আব্দুস সুবহান, আলহাজ হিরা মিয়া, তফজ্জুল হোসেন মেম্বার, রফিক মিয়া মেম্বার। পবিত্র কোরআন তিলাওয়াত করেন কাওছার আহমদ এবং পিঠার গান পরিবেশন করেন শিল্পী সৈয়দ জুনাইদ আযহারী।
পিঠা উৎসবে প্রথম আলহাজ তাহির আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রাবিনা বেগম, ২য় রোবা বেগম এবং ৩য় স্থান অর্জন করে ফজিলা বেগম। ঘুড়ি উৎসবে প্রথম ওমর ফারুক সুজন, ২য় আরিফ উদ্দিন এবং নোমান হোসেন ৩য় স্থান অর্জন করে। অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি