আমার সুরমা ডটকম: সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে কোথাও আজ গণতন্ত্র নেই। জনগণের ব্যক্তিস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ মুখরোচক বাণী ছাড়া আর কিছুই নয়। সুজন (সুশাসনের জন্য নাগরিক) সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলে। দেশে গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন প্রতিষ্ঠা ও সহমর্মিতা-সম্প্রীতির পরিবেশ সৃষ্টিতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি দেশের সর্বত্র সুজনের কর্মকান্ডকে ছড়িয়ে দিতে হবে। সুজন সিলেট অঞ্চল-এর উদ্যোগে আয়োজিত আঞ্চলিক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুজন সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সাংবাদিক আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে গতকাল শনিবার নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন গার্ডেনে এই আঞ্চলিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ড. বদিউল আলম মজুমদার আরো বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৩ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকারকে হরণ করা হয়েছে। বলা যায় বাংলাদেশ আজ শ^াসরুদ্ধকর পরিবেশের মধ্যে এগিয়ে যাচ্ছে। এ থেকে উত্তরণের জন্য সরকারীসহ বিরোধীদলগুলোকে সহমর্মিতার পরিবেশ সৃষ্টি করতে হবে।
সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সুজন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ সাহেদা আখতার, শোকপ্রস্তাব পাঠ করেন সিলেট জেলা সমন্বয়কারী আক্তারুল ইসলাম, বিগত বছরের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ আব্দুল হালিম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. ইসমাঈল পাটোয়ারী, প্রথম আলো ব্যুরো প্রধান উজ্জল মেহেদী, সুজন সিলেট জেলা কমিটির সদস্য এডভোকেট জাকিয়া জালাল, সিলেট জেলা কমিটির সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, হবিগঞ্জ সদর সভাপতি চৌধুরী মিসবাহুল বারী লিটন, জামালগঞ্জ উপজেলা সভাপতি মিসবাহ উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি জালাল উদ্দিন রুমী, বড়লেখা উপজেলা সম্পাদক ইকবাল হোসেন স্বপ্ন, বিয়ানীবাজার উপজেলা সম্পাদক খালেদ আহমদ, সভাপতি এডভোকেট মোঃ আমান, মৌলভীবাজার জেলা সভাপতি ডা. সাদিক আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি হোসেন তাওসীফ চৌধুরী, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলী হায়দার, বিশ^নাথ উপজেলা সভাপতি সাইদ আহমদ সাইদ, হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক এস এম মহসিন চৌধুরী, বিশিষ্ট আইনজীবি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন, কুলাউড়া উপজেলা সভাপতি মোঃ বদরুল ইসলাম খান, ছাতক উপজেলা সভাপতি সাদিক আহমদ। অনুষ্ঠানে সিলেট বিভাগের জেলাভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন ও চ’ড়ান্তকরা করা হয়। সভায় বক্তারা ঢাকায় চিকিৎসাধীন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর রোগমুক্তি কামনা করেন।