মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম আয়োজিত জেএসসি-জেডিসি পরীক্ষায় এ-প্লাসপ্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পোর্টস, পরিবহন ও পরিবেশ বিষয়ক কেবিনেট সদস্য মোঃ আয়াছ মিয়া বলেছেন, যুগ যুগ ধরে লন্ডন ও সিলেটের মধ্যে রয়েছে চমৎকার সেতুবন্ধন। এই সেতুবন্ধন আরও সুদৃঢ় করতে মেধাবীদের লালন করতে হবে। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধার প্রজন্ম বিগত ১৮ বছর যাবত সমাজের উন্নয়নে যে সৃজনশীল এবং ব্যতিক্রম ধারার কাজ করে যাচ্ছে তা আমরা যুক্তরাজ্য থেকে পর্যবেক্ষণ করছি। এসব কাজে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কামাল বাজার ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি একেএম মনোওর আলী। ৬ মার্চ সোমবার কামাল বাজার ফাযিল মাদরাসা অডিটরিয়ামে কামরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কবি সভার উপদেষ্টা গ্রন্থকার কবি শাহ কামাল আহমেদ, বড়তলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ নাজমুল ইসলাম, সৎপুর কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক কবি ছাদিকুর রহমান, মুফতি আফজল খান সিরাজী, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আব্দুস সালাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান ও সঙ্গীত পরিবেশন করেন আল মুনাওয়ার শিল্পীগোষ্ঠির শিল্পীরা। বিজ্ঞপ্তি