বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার পরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই পৌরশহরের পূর্বচণ্ডিপুরের মোঃ ফয়জুর রহমানের ছেলে মোঃ সোহেল মিয়া (৩৫)-কে আটক করা হয়।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ সাইফুল আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সুনামগঞ্জের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার পিস ইয়াবাসহ সোহেলকে আটক করে দিরাই থানায় হস্তান্তর করলে তাকে কোর্টে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে-জানতে চাইলে ওসি জানান, তিনি নতুন এসেছেন। খোঁজ নিয়ে পরবর্তীতে তথ্য জানাবেন। তবে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, আটক সোহেল এর আগেও ইয়াবাসহ অনেকবার পুলিশের হাতে আটক হয়ে জামিনে বেরিয়ে আসে।