বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
বেতন বাড়ল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপি, স্পিকার ও বিচারপতিদের

বেতন বাড়ল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপি, স্পিকার ও বিচারপতিদের

2_14_100601আমার সুরমা ডটকম : সরকারি চাকরি জীবীদের পর এবার বেতন বাড়ল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা, সংসদ সদস্য, স্পিকার-ডেপুটি স্পিকার এবং বিচারপতিদের। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। এটি কার্যকর হলে তাদের সবার সম্মানী ও সুযোগ সুবিধা বাড়বে। বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি জানান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি ও এমপিদেরও সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, বিচারপতি ও সংসদ সদস্যদের বেতন বাড়ছে প্রায় দ্বিগুণ। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ শীর্ষপর্যায়ে বেতন বাড়ানো সংক্রান্ত ছয়টি আইনের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভায় ‘দ্য প্রেসিডেন্ট (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলিজেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৫’, ‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলিজেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৫’, ‘স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলিজেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৫’ ‘দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলিজেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, দ্য সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলিজেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৫’ এবং ‘মেম্বারস অব পার্লামেন্ট রেমুনারেশন এন্ড এলাউন্সেস’ (অ্যামেন্ডমেন্ট)-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এসব অধ্যাদেশে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা একথা জানান।

file5444আইনের খসড়া অনুযায়ী প্রেসিডেন্টের মূল বেতন ৬১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রীর বেতন ৫৮ হাজার ৬০০ থেকে বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা, স্পিকারের বেতন ৫৭ হাজার ২০০ থেকে বাড়িয়ে এক লাখ ১২ হাজার টাকা, প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১০ হাজার টাকা করা হয়েছে। মন্ত্রী, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, চিফ হুইপ, আপিল বিভাগের বিচারপতিদের বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে এক লাখ ৫ হাজার টাকা, হাইকোর্টের বিচারপতির বেতন ৪৯ হাজার থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে। প্রতিমন্ত্রী, বিরোধীদলীয় উপনেতা, হুইপদের বেতন ৪৭ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯২ হাজার টাকা, উপমন্ত্রীদের বেতন ৪৫ হাজার ১৫০ থেকে বাড়িয়ে ৮৬ হাজার ৫০০ টাকা ও সংসদ সদস্যদের মূল বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অধ্যাদেশে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে বেতন ও ২০১৬ সালের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হবে। প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ১ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। প্রেসিডেন্টের স্বেচ্ছাধীন তহবিল ২ কোটি টাকা অপরিবর্তিত থাকলেও প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ১ কোটি থেকে বাড়িয়ে করা হয়েছে দেড় কোটি টাকা। প্রেসিডেন্ট বিমানযোগে ভ্রমণকালে বীমা কভারেজ ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৭ লাখ টাকা করা হয়েছে। আর প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ১৪ লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ লাখ টাকা। এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি বাড়িতে বসবাসের ক্ষেত্রে বাড়িভাড়া ৫০ হাজার থেকে বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ১ লাখ টাকা। স্পিকারের বেতন-ভাতাখসড়া আইনে জাতীয় সংসদের স্পিকারের বেতন ৫৭ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ লাখ ১২ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৮ হাজার থেকে বাড়িয়ে ১৩ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ১০ লাখ থেকে বাড়িয়ে ১৬ লাখ টাকা, দৈনিক ভাতা ১ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে আড়াই হাজার টাকা। আর স্বেচ্ছাধীন তহবিল সাড়ে ৪ লাখ থেকে বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ১১ লাখ টাকা। প্রধান বিচারপতিপ্রধান বিচাপতির বেতন ৫৬ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ১০ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৭ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। ডোমেস্টিক এইড ভাতা ১ হাজার ৬২৫ থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলে কার অ্যালাউন্স ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা, সরকারি-বেসরকারি গাড়ি ব্যবহার না করলে ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রীমন্ত্রীদের বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার, বেসরকারি বাড়িতে বসবাসের ক্ষেত্রে বাড়িভাড়া ভাতা ৪৫ হাজার টাকা (স্বেচ্ছায় বেসরকারি বাসায় বসবাস করলে ২৫ হাজার টাকা) থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা, বিমানযোগে বীমা কাভারেজ ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা সাড়ে ৭০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা। স্বেচ্ছাধীন তহবিল ৪ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকারের বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার, বেসরকারি বাড়িতে বসবাসের ক্ষেত্রে বাড়িভাড়া ভাতা ৪৫ হাজার টাকা (স্বেচ্ছায় বেসরকারি বাসায় বসবাস করলে ২৫ হাজার টাকা) থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা, বিমানযোগে বীমা কাভারেজ ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা সাড়ে ৭০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা। স্বেচ্ছাধীন তহবিল ৪ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বিরোধী দলীয় নেতা জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাস করলে ভাড়া ৪৫ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা (স্বেচ্ছায় বেসরকারি বাসায় বসবাস করলে ২৫ হাজার টাকা), বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা সাড়ে ৭০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা। স্বেচ্ছাধীন তহবিল ৪ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। চিফ হুইপচিফ হুইপের বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাস করলে ভাড়া ৪৫ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা (স্বেচ্ছায় বেসরকারি বাসায় বসবাস করলে ২৫ হাজার টাকা), বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা সাড়ে ৭০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা। স্বেচছাধীন তহবিল ৪ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। আপিল বিভাগের বিচারকআপিল বিভাগের বিচারকদের বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৫ হাজার থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। অন্য ভাতার মধ্যে ডোমেস্টিক এইড ভাতা ১ হাজার ৪৬৫ থেকে বাড়িয়ে সাড়ে ৪ হাজার টাকা। রেসিডেন্স অ্যালাউন্স ২৬ হাজার ৬০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলে অ্যালাউন্স ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা, সরকারি বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে অ্যালাউন্স ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।হাইকোর্ট বিভাগের বিচারকহাইকোর্ট বিভাগের বিচারকের বর্তমান বেতন ৪৯ হাজার থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্য ভাতার মধ্যে ডোমেস্টিক এইড ভাতা ১ হাজার ৩০০ থেকে বাড়িয়ে ৪ হাজার, রেসিডেন্স অ্যালাউন্স (অফিসিয়াল বাসা না পেলে) ২৬ হাজার ৬০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা, কার অ্যালাউন্স (ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে) ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা। কার অ্যালাউন্স (সরকারি বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে) ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। প্রতিমন্ত্রীপ্রতিমন্ত্রীর বেতন ৪৭ হাজার ৮০০ থেকে বাড়িয়ে ৯২ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৪ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ৭ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের ক্ষেত্রে বাড়িভাড়া ৪০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণ কালে বীমা কাভারেজ ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা সাড়ে ৭০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ থেকে বাড়িয়ে সাড়ে ৭ লাখ টাকা। বিরোধীদলীয় উপনেতাবিরোধী দলীয় উপনেতার বেতন ৪৭ হাজার ৮০০ থেকে বাড়িয়ে ৯২ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৪ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ৭ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের ভাতা ৪০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ, দৈনিক ভাতা সাড়ে ৭০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ থেকে বাড়িয়ে সাড়ে ৭ লাখ টাকা প্রস্তাব দেওয়া হয়েছে।। হুইপ জাতীয় সংসদের হুইপের বেতন ৪৭ হাজার ৮০০ থেকে বাড়িয় ৯২ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৪ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ৭ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের ভাতা ৪০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ, দৈনিক ভাতা সাড়ে ৭০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে সাড়ে ৭ লাখ টাকা। উপমন্ত্রীউপমন্ত্রীর বেতন ৪৫ হাজার ১৫০ থেকে বাড়িয়ে ৮৬ হাজার ৫০০ টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের ভাতা ৪০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ, দৈনিক ভাতা ৬০০ থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকার প্রস্তা দেওয়া হয়েছে। সংসদ সদস্যসংসদ সদস্যের বেতন সাড়ে ২৭ হাজার থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ১০ লাখ অপরিবর্তিত (দুর্ঘটনায় মৃত্যু বা পঙ্গুত্ববরণের ক্ষেত্রে), দৈনিক ভাতা ৩০০ থেকে বাড়িয়ে সাড়ে ৭০০ টাকা, স্বেচ্ছাছাধীন তহবিল ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা। অন্য ভাতার মধ্যে নির্বাচনী এলাকার জন্য মাসিক খরচ ভাতা সাড়ে ৭ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা, পরিবহন ভাতা ৪০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা, লন্ড্রি ভাতা ১ হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা, ক্রোকারিজ ইত্যাদি ভাতা ৪ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা এবং অভ্যন্তরীণ বার্ষিক ভাতা ৭৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান,২০১১ সালে সরকারি চাকরিজীবীদের দৈনিক ভাতা পুনঃনির্ধারণ করা হলেও সে অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দৈনিক ভাতা বাড়ানো হয়নি। তিনি জানান, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার সঙ্গে সমন্বয় করে এসব বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছে। এখন পাসের জন্য আইনগুলো জাতীয় সংসদে যাবে। পদের নাম বিদ্যমান মূল প্রস্তাবিত মূল বেতন বেতন প্রেসিডেন্ট ৬১,২০০ থেকে ১,২০,০০০; প্রধানমন্ত্রী ৫৮,৬০০ থেকে ১,১৫,০০০; স্পিকার ৫৭,২০০ থেকে ১,১২,০০০; প্রধান বিচারপতি ৫৬,০০০ থেকে ১,১০,০০০; মন্ত্রী ৫৩,১০০ থেকে ১,০৫,০০০; ডেপুটি স্পিকার ৫৩,১০০ থেকে ১,০৫,০০০; বিরোধী দলীয় নেতা ৫৩,১০০ থেকে ১,০৫,০০০; চিফ হুইপ ৫৩,১০০ থেকে ১,০৫,০০০; আপিল বিভাগের বিচারক ৫৩,১০০ থেকে ১,০৫,০০০; হাইকোর্ট বিভাগের বিচারক ৪৯,০০০ থেকে ৯৫,০০০; প্রতিমন্ত্রী ৪৭,৮০০ থেকে ৯২,০০০; বিরোধী দলীয় উপনেতা ৪৭,৮০০ থেকে ৯২,০০০; হুইপ ৪৭,৮০০ থেকে ৯২,০০০; উপ-মন্ত্রী ৪৫,১৫০ থেকে ৮৬,৫০০; সংসদ সদস্য ২৭,৫০০ থেকে ৫৫,০০০।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com