শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
জমিয়তের ইতিহাসকে সমুন্নত রাখতে হলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে: হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ দিরাইয়ে বজ্রপাতে হতাহত ৩ ইলম অর্জন হতে হবে প্রকৃত আমলের নিয়্যাতে: শায়খুল হাদিস বিলাল বাওয়া সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে যুবক খুন দিরাইয়ে বজ্রপাতে নিহত পরিবারের পাশে এমপি প্রার্থী রশিদ মিয়া দিরাইয়ে পৃথক স্থানে বজ্রপাতে হতাহত ৪ নিজ এলাকার মানুষের পাশে রয়েছেন এমপি প্রার্থী রশিদ মিয়া সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণজোয়ার সৃষ্টি করে মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব দিরাইয়ের সাবেক এমপির স্ত্রী-মেয়েকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে লিগ্যাল নোটিশ
যে খাবারগুলো ফ্রিজে রাখলে গুণাগুণ নষ্ট হয়ে যায়

যে খাবারগুলো ফ্রিজে রাখলে গুণাগুণ নষ্ট হয়ে যায়

e4-9আমার সুরমা ডটকমখাদ্য সংরক্ষণের জন্য সবচেয়ে ভালো স্থান হচ্ছে রেফ্রিজারেটর বা ফ্রিজ। আবার এমন কিছু খাবার আছে যা ফ্রিজে রাখা ঠিক নয়। কারণ এই খাবারগুলো ফ্রিজে রাখলে এদের গুণাগুণ নষ্ট হয়ে যায়। আপনি হয়তো না বুঝেই ফ্রিজে খাবার বোঝাই করে রাখেন, যার ফলে অনেক খাবারেরই স্বাদ ও গঠন নষ্ট হয়ে যায়। কোন খাবারগুলো ফ্রিজে রাখা ঠিক নয় সেগুলোর বিষয়ে জেনে নিই চলুন।

পেঁয়াজ: পেঁয়াজ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ঘরের ঠান্ডা ও শুষ্ক স্থানে ঘরের তাপমাত্রায় রাখা। পেঁয়াজ সঠিকভাবে সংরক্ষণ করা না হলে ব্যাকটেরিয়ার প্রজননক্ষেত্র হতে পারে খুব সহজেই। ফ্রিজে সংরক্ষণ করলে এতে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি হয় প্রচুর সংখায়। আমেরিকার ন্যাশনাল অনিয়ন অ্যাসোসিয়েশন এর মতে, পেঁয়াজ খোসা সহ রাখতে হয় যাতে বায়ু চলাচলের ব্যবস্থা থাকে। শুধুমাত্র খোসা ছাড়ানো ও কুচি করে রাখা পেঁয়াজ এয়ার টাইট বক্সে করে ফ্রিজে রাখতে পারেন।

টমেটো: টমেটো যদি ফ্রিজে রাখা হয় তাহলে আস্তে আস্তে এর গঠন পরিবর্তন হতে থাকে এবং ক্রমান্বয়ে এর গন্ধ নষ্ট হয়ে যায়। ন্যাশনাল ইন্সটিটিউট অফ এগ্রিকালচারাল রিসার্চ এর মতে, টমেটো যখন ফ্রিজের ঠান্ডা তাপমাত্রায় রাখা হয় তখন এর চিনি, এসিড এবং উপকারী যৌগের মাত্রা কমতে থাকে। তাই টমেটো ঘরের তাপমাত্রায় ও শুষ্ক স্থানে রাখাই সবচেয়ে ভালো উপায়।

আলু: আলু যখন ফ্রিজে রাখা হয় তখন তার আসল গন্ধ নষ্ট হয়ে যায় এবং নরম হয়ে যায়। টমেটো ঘরের এমন স্থানে রাখা উচিৎ যেখানে বায়ু চলাচলের সুব্যবস্থা থাকে এবং শুষ্ক ও ঠান্ডা স্থানেই রাখা উচিৎ। কারণ আলু আদ্র পরিবেশে রাখলে এতে ছত্রাক জন্মাতে পারে।

কফি: অন্যান্য অনেক খাবারের মতোই কফিও ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হয়। ফ্রিজে রাখলে এর গন্ধ ও স্বাদ কমতে থাকে। এছাড়াও কফি খুব সহজেই অন্য খাবারের গন্ধ শোষণ করে নিতে পারে। তাই কফি এয়ারটাইট কৌটায় ও অন্ধকার স্থানে রাখা উচিৎ।

রসুন: রসুন ঘরের তাপমাত্রায় এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা ভালো। রসুন ফ্রিজে রাখলে তার উপকারী গুণাগুণ হারায় এবং দ্রুত নষ্ট হয়ে যায়। অথচ বাহিরে রাখলে রসুন একমাস পর্যন্ত ভালো থাকে।

মধু: কানাডার বি কিপারস এ্যাসোসিয়েশন অফ অন্টারিও এর মতে, মধু ঘরের তাপমাত্রায় শক্তভাবে আটকানো কৌটায় রাখলে ভালো থাকে। ফ্রিজে রাখলে মধু খুব দ্রুত ঘন হয় এবং ক্রিস্টালের আকার ধারণ করে।

পাউরুটি: পাউরুটি ফ্রিজে রাখার মত সাধারণ এই ভুলটি অনেকেই করে থাকেন। ফ্রিজে পাউরুটি রাখলে আসলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং এতে চিতিও পড়তে পারে। তাই পাউরুটি ফ্রিজে না রেখে ঘরের ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

তথ্যসূত্র: ১। 11 Foods you should never refrigerate – steptohealth

২। 10 Things you should not refrigerate – realsimple

৩। 24 Foods you should stop refrigerating – timesofindia

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com