মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সিলেট নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে শক্তিশালী বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাব। রোববার নগরীর লালদিঘীর পাড়ের পরিত্যক্ত একটি মার্কেটের সামনে থেকে ইলেকট্রো ডেটোনেটর নামে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচটি বোমা, আটটি পেট্রলবোমা, দুটি হাতবোমা, পাঁচটি পাওয়ার জেলসহ বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব ৯-এর সহকারী পরিচালক মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বিকেল ৪টার দিকে বিশেষ একটি দল নিয়ে লালদিঘীর পাড়ের পরিত্যক্ত মার্কেটে অভিযান চালান।এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বোমা বহনকারীরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে উল্লেখিত বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।