শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে অগ্নিকাণ্ডে দু’টি দোকানের মালামাল পুড়ে প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দোলারবাজার ইউপির মঈনপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান মঈনপুর বাজারের সোয়েব ভেরাইটিজ স্টোরের মালিক সোয়েব আহমদ। রাত ১১টার দিকে দোকানে রাতযাপন করতে এসে নিজের দোকানে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিক মসজিদের মাইকে ঘোষণা দিলে আগুনের বিষয়টি প্রচার করা হলে লোকজন এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এ সময় পাশের বরিশাল ফার্মেসীতে আগুন ছড়িয়ে পড়ে দুটি দোকানই মালামালসহ পুড়ে যায়। এতে সোয়েব ভেরাইটিজ স্টোর ও বরিশাল ফার্মেসীর প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। তবে ঘরে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেনা। তবে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত বলে ব্যবসায়িরা ধারণা করছেন।