শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার বিকাল ৩.০০ ঘটিকায় স্থানীয় শান্তিগঞ্জ বাজারের সুহেল কমিউনিটি সেন্টারে এক বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমেদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইমরান হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী তহুর আলী, সাধারন সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি নুর হোসেন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল হক, সাংগঠনিক সুবির সহ প্রমুখ, এতে উপজেলা ছাত্রলীগ পক্ষ থেকে ইফতারেও ব্যবস্থা করা হয়। ইফতার পরবর্তী দ্বিতীয় অধিবেশনে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারী স্বাক্ষরিত পেডে আব্দুল মজিদ কলেজের মেধাবী ছাত্র সাদিকুল ইসলাম নাহিদকে সভাপতি ও সেলিম পিয়ালকে সাধারন সম্পাদক করে কলেজ ছাত্রলীগের এক পুর্ণাঘ্য কমিটি গঠন করা হয়, নাহিদ সেলিম পরিষদের ছাত্রদের আনন্দ মিছিল ও মিষ্টান্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।