রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই সেøাগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষকলীগের আয়োজনে সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সাংগঠনিক সফর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপির নতুন বাসভবনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক জুনেদ আহমদ, আব্দুল কাদির শান্তি মিয়া, গৌতম বণিক, বিন্ধু তালুকদার, সদস্য ফজলুর রহমান, ওয়াহিদ খসরু, তারেক মিয়া, সাব্বির আহমদ, জাহাঙ্গীর আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, জেলা সৈনিকলীগের সভাপতি মেহদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ স¤পাদক রিংকু চৌধুরী, কৃষকলীগ নেতা শাবাজ মিয়া, জয়ন্ত তালুকদার পুল্টন, উপজেলা তরিকত ফেডারেশনের সভাপতি আব্দুল গনি ভান্ডারী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, ছাত্রলীগ নেতা শাফি উদ্দিন ফাহিম প্রমূখ।
সভায় বক্তারা সুনামগঞ্জে হাওরের কৃষকের জন্য একটি খাদ্য গুদাম নির্মাণের জন্য সরকারের প্রতি দাবী রেখে বলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষকলীগের কমিটি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপির সাথে আলাপ-আলোচনা করে গঠন করা হবে।