রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পর্যায়ে দেশব্যাপি একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২ এর নির্দেশনায় রোববার দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারেক, বিশ^জিৎ সাহা, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, শিক্ষা অফিসের উচ্চমান সহকারি নিত্য গোপাল দাস, হিসাব সহকারি নজরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ।
পরে একযোগে উপজেলা রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৯৭টি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।