শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের হাওরাঞ্চল জামালগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ৩ লক্ষাধিক টাকার কারেন্ট জাল আটক করে ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ বিশেষ অভিযান চালিয়ে কারেন্ট জাল আটক করেন। সোমবার সকাল ১১টায় দিকে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সাচনা বাজার লেগুনা স্ট্যান্ডে ভাসমান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে ১শত কেজি নিষিদ্ধ কারেন জাল আটক করে ওই দিন দুপুর ১২টায় সাচনা বাজার লেগুনা স্ট্যান্ড এ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ব্যবসায়ী সুত্রে জানা যায়, প্রতি কেজি কারেন্ট জাল ৩ হাজার টাকা ধরে পাইকারী মুল্যে বিক্রয় করা হয় যার অনুমান মূল্য ৩ লক্ষাধিক টাকা। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেফাউল আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবু তাহের তালকদার, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. আক্তার হোসেন প্রমুখ।