সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের টাংনি জলমহালের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং অপর ২ জন আহত হয়েছেন। নিহতের নাম মজনু মিয়া (৬০)। তিনি তেতৈয়া গ্রামের মৃত আলম উল্ল্যার ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের ডুনেল ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমানের মধ্যে টাংনি জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে চেয়ারম্যান মজিবুর রহমানের পক্ষের মজনু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এবং গুরুতর আহত নাজমুল ইসলাম (৩০), তাকে হাসপাতালে পাটানো হয়েছে। তবে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।