শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরের কুকড়াখই, বোয়াল খই, সালদিগা, পাখিমারা, স্লুইস গেইট নামক বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ৫ কিলো মিটার বাঁধ পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব ড. মো. আবুল ইসলাম। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পূর্ব বীরগাঁও বাজারের পূর্বে স্লুইস গেইট এলাকায় থেকে বাঁধ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড-এর উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মো. ফারুক আল মামুন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়রম্যান মো. নুর কামাল, সাংবাদিক হোসাইন আহমদ, সাংবাদিক সুহেল তালুকদার, উপজেলা পানি উন্নয়ন বোর্ড সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, জুবায়ের, দিলদার হোসেন প্রমুখ।
অপরদিকে দুপুর ১২টায় উপজেলা পানি উন্নয়ন বোর্ড সদস্য ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ ডেকার হাওরের উতারিয়া পাতারিয়া বাধ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ রাজা মিয়া, আক্সগুর মিয়া, নূর মিয়া, আলতাব আলী, জিল্লুল হক, লাল মিয়া, আব্দুল মান্নান ।