সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আওতাধীন দেখার হাওর অংশের ৮টি প্রকল্প পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম। সোমবার বিকাল ৪টায় উপজেলার পূর্ব গাগলা ইউনিয়নে দেখার হাওর অংশের ডাইক ৩ এর উন্নয়ন প্রকল্পের অধীনে ২৬ হতে ৩৩নং প্রকল্পের কাজ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ, পানি উন্নয়ন বোর্ডের উপজেলা কমিটির সদস্য দিলীপ তালুকদার, হাবিবুর রহমান, প্রভাষক নুর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফারুক আল মামুন, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক সোহেল তালুকদার, সাংবাদক হোসাইন আহমদ, ৩১নং পিআইসির সভাপতি শাহিনুর রহমান, সদস্য সচিব আফজাল হোসেন প্রমূখ।