মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: হাজারো জনতা এখনো রাস্তায়। জৈন্তার রাজপথ পাড়া মহল্লা সর্বত্র উত্তপ্ত। সিলেটের জাফলংয়ে মাজারপন্থী আটরশী পীরের একদল মুরিদ কর্তৃক দারুল উলুম হরিপুরবাজার মাদরাসার ছাত্র শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক মাদরাসা শিক্ষার্থী শহীদ (নিহত) হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। বেদাতিদের অন্যায়ভাবে আতর্কিত হামলায় শহীদ (নিহত) শিক্ষার্থীর নাম মুজাম্মেল। সে হরিপুরবাজার মাদরাসার দাওরায়ে হাদিসে পড়ালেখা করতো।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, জৈন্তাপুর আসামপাড়ায় আটরশীর পীরের মুরিদদের সঙ্গে কওমি আলেমদের মুনাজারা চলছিল। মুনাজারার একপর্যায়ে অতর্কিতভাবে হামলা চালায় বেদাতিরা। এতে হরিপুরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুস সালাম জৈন্তাপুরীসহ বেশ কয়েকজন ছাত্র আহত হন। মুহাদ্দিস মাওলানা আবদুস সালামের অবস্থা আশংকাজনক বলেও জানা গেছে। তাকেসহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকার ধর্মপ্রাণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠে আটরশীর মুরিদদের উপর। তারা রাস্তায় বের হয়ে আসেন এবং হরিপুর বাসসেটেন্ড ব্লক করে রাখেন অনেকরাত পর্যন্ত।