সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের শিবপুর কমিউনিটি ক্লিনিক ও সদরপুর প্রাথমিক বিদ্যালয়ে ইপিআই টিকাদান কেন্দ্র পরিদর্শন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পরিদর্শন করেন ইউনিসেফ বাংলাদেশ ফিল্ড চিফগেস্ট শাইরোজ মাউজি, ইউনিসেফ সিলেট বিভাগের কাজী দিল আফরোজ ইসলাম, সিলেট বিভাগের হেলথ অফিসার ডাঃ মোঃ সালেকুজ্জামান, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোশ দাস, জেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ডাঃ এ কে এম মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শাখাওয়াত হোসেন, ডাঃ মাহবুবুর রহমান, জেলা পুষ্টি কর্মকর্তা মাহবুবুল ইসলাম মজুমদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা পঃপঃ সহকারী কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, জেলা যুবলীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক মিয়া, ইউপি সদস্য আব্দুল বাতিন প্রমূখ।