বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নদী খনন ও হাওরের বাধ সঠিকভাবে সম্পন্য করা ও ইজারা প্রথা বাতিল করে মাছ ধরার সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে সুনামগঞ্জ কৃষক সমিতি ও ক্ষেত মজুর সমিতির ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি ধনঞ্জয় পাল, জেলা ছাত্র ইউনিয়ন নেতা আসাদ মনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিষ্ট পার্টিও সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক এড. এনাম আহমেদ, সদস্য এড. আফিজ মিয়া, ছাত্রনেতা এমএস সাইফুল, মনির হোসেন, দূর্জয় প্রমূখ।