মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় জামালগঞ্জে হাসপাতালের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী। মেডিকেল অফিসার ডা. নিলাক্ষী শেখর তালুকদার-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. আনোয়ার হোসেন, ডা. প্রিয়াংকা পাল চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, মেডিকেল টেকনোলজিষ্ট শৈলেন দেবনাথ, স্বাস্থ্য পরিদর্শক সেতাঙ্গ শেখর তারুকদার, বাংলাদেশ হেলথ এ্যাসিষ্টেন্ট এসোসিয়েশন এর উপজেলার সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক তপন কুমার চক্রবর্তী, সিনিয়র স্বাস্থ্য সেবিকা নির্লিপÍা হালদার প্রমূখ।