বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সামনে থেকে একটি র্যালী উপজেলার প্রধান প্রদান সড়ক প্রদক্ষীণ শেষে সাদেক মার্কেটে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আলী আমজাদ ও উপজেলার যুগ্ন-আহবায়ক শামছুল আলম-এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের নেতা মো. জালাল মিয়া, মো. মামুন মিয়া, শ্যামল তালুকদার, সিদ্দিকুর রহমান, মহিদুল, ডা. সফিক, সানোয়ার আলম সেন্টু, আব্দুল কাইয়ুম, সৈয়দ হোসেন, অসীম কুমার দাস, মুসলিম, মিয়াদ হোসেন, আসমা খাতুন, সেলেনা খাতুন প্রমূখ।
আলোচনার শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।