বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর ফাজিল মাদরাসা জেডিসি ও ৫ম শ্রেণী সমাপণী পরীক্ষায় ট্যানেলপুল ৬টি ও সাধারণ বৃত্তি ৭টিসহ মোট ১৩টি বৃত্তি লাভ করেছে।২০১৮ খ্রি. মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় ট্যানেলপুল বৃত্তি ৪টি পেয়েছে-যথাক্রমে মোঃ সালমান আহমদ রাহাদ, মোঃ শাহাব রহমান. মোঃ জাবির খান. মোঃ মুরছালিন।
সাধারণ বৃত্তি ২টিসহ জেডিসি পরীক্ষায় মোট ৬টি পেয়েছে, তারা হলো মোঃ সাফওয়ান জোবাইদী, মোহাাম্মদ আলী এবং এবই বছরের ৫ম শ্রেণী সমাপণী পরীক্ষায় ট্যানেলপুল বৃত্তি ২টি, এরমধ্যে সৈয়দা হালিমাতুস সাদিয়া তাহমিদা ও মোছা. নাঈমা বেগম।
সাধারণ বৃত্তি ৫টিসহমোট ৭টি বৃত্তি পেয়েছে, তারা হলো সৈয়দ আব্দুল্লা ওমর নাদিম, মির্জা ইসমাইল আহমদ জামিল, সৈয়দ ফাহাদ আহমদ, সৈয়দা আয়শা সিদ্দীকা, সৈয়দা জাহিয়া চৌধুরি জুমি।
উল্লেখ্য, সৈয়দপুর ফাজিল মাদরাসায় ফলাফলের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সক্ষম হওয়ায় মাদরাসার অধ্যক্ষ এবং সকল শিক্ষকবৃন্দ মহান রাব্বুল আলামীনের শুকরিয়া জ্ঞান করেন।