রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সিলেট অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. তাহমিদুল ইসলাম বিশেষ উদ্যোগে বন্যা কবলিত আরো দেড় শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
রবিবার দিনব্যাপী জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ভীমখালি ইউনিয়নে বিভিন্ন গ্রামে বন্যার্ত পরিবারগুলোর মধ্যে এসব শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
জানা যায়, টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলামের সহধর্মীনি সহকারি কমিশনার মো. আল আমিন সরকার, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, ভীমখালি ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া, উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারি মো. ফারুক আহমদসহ ইউপি সদস্যবৃন্দ।
বিতরণকৃত এসব শুকনো খাবারের মধ্যে রয়েছে, চাল, চিড়া, ডাল, গুড়, সয়াবিন তৈল, নুডুস, মুড়ি, চিনি ইত্যাদি।