সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে আজ বিকেলে বঙ্গভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সংবাদিকদের জানান, ‘এসময় প্রেসিডেন্ট ও স্পিকার একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।’
প্রেস সচিব আরো জানান, স্পিকার প্রেসিডেন্টকে সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এর আগে, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বিকেল ৪ট ২০ মিনিটের দিকে বঙ্গভবনে যান।
এ সময় প্রেসিডেন্টের সচিব সম্পদ বড়ুয়া উপস্থিত ছিলেন।