শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ হাট ও পৌর শহরে থাকা সব পশুরহাট বন্ধের নির্দেশনা দিলেন জেলা প্রশাসক (ডিসি)।
সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জেলা প্রশাসনের ফেসবুক আইডি হতে এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন।
গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস সক্রমন নিয়ন্ত্রনে সোমবার সকাল হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গ্রামীণ হাট বাজার ও পৌর শহরে থাকা পশু (গরু, ছাগল, ভেড়া, মহিষ)-সহ সকল গবাধি পশুর হাট বন্ধ ঘোষণা করা হল।
এ নির্দেশনা পালনে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট হাটের ইজারা বাতিল, ইজারাদারসহ গবাধিপশু বিক্রেতার বিরুদ্ধে জেল জরিমানা প্রয়োজনীয় সবধরণের আইনি ব্যবস্থা নেয়া হবে।
জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সকল থানার ওসি, পুলিশ পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁরি ইনচার্জ, সীমান্তে থাকা বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি), আইনশৃংখলা বাহিনি, স্থানীয় ইনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য/সদস্যা (মেম্বার), বাজার কমিটি, সংলিষ্ট হাটের ইজারাদারকে এ নির্দেশনা দ্রুত কার্যকর করতে বলা হয়েছে।