মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের তাহিরপুরে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের ১নং বিটের আয়োজনে সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই খায়রুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ২৮ বিজিবি টেকেরঘাট কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মো. মোক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবুল হোসেন খান,তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি হাজি আলকাছ উদ্দিন খন্দকার,থানার উওর শ্রীপুর ইউনিয়নের বিট অফিসার এসআই আবু বক্কর সিদ্দিক, বাগলী চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি খালেক মোশারফ ,তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রপের কোষাধ্যক্ষ মো. জাহের আলী প্রমুখ।