বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সড়কে থামছেনা মৃত্যু। লাশের মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নাম। পথে পথে মৃত্যু ফাঁদে বৃহস্পতিবারও ঝরে গেছে আরো ২২ প্রাণ।
বান্দরবানের লামায় মালবাহী ট্রাক খাদে পড়ায় প্রাণ হারিয়েছেন ৭ শ্রমিক। সাভারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর নিহত হয়েছেন ২ জন। বুধবার দিবাগত মধ্যরাতে টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক চাপায় নিহত হয়েছেন মুক্তিযোদ্ধাসহ ২ জন। কুমিল্লার চান্দিনায় বাস চাপায় নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার ২ আরোহী।
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে বারডেম হাসপাতালের স্টাফ বাসের ধাক্কায় অকালে প্রাণ হারিয়েছেন ১৭ বছরের কিশোর।
চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ বছরের যুবক।
বুধবার দিবাগত রাতে সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ নিহত হয়েছেন ২জন।
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের সামনে ট্রাক চাপায় নিহত হয়েছেন ৮ম শ্রেণিতে
পড়ুয়া ছাত্রী। রাজবাড়ীর গোয়ালন্দে মাহেন্দ্র খালে পড়ে চালকসহ প্রাণ হারিয়েছেন ২ জন। মৌলভীবাজারে নানা বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাক চাপায় অকালে ঝরে গেছে ৭ বছরের শিশু। ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন শ্রমিক।