বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বুধবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে ভোটগ্রহণ পরবর্তী প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। তিনি জানান, ২৩৪টি পৌরসভার মধ্যে ৫০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলার কারণে কিছু কর্মকর্তাকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। রকিবউদ্দিন বলেন, বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে ৩টি পৌরসভার ফলাফল এসেছে বলেও জানান সিইসি।