শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তাদেরকেও সম্মান জানাতে চাই। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য ১৫ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দিয়ে একথা বলেছেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ সকালে পুরস্কার জয়ী এবং তাদের প্রতিনিধিদের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্যে পদকপ্রাপ্তদের পদাঙ্ক অনুসরণ করে যাতে অন্যরা কাজ করেন সে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখনো গ্রাম-বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেকেই আছেন, তাদের খবরও আমরা হয়তো পাই না। কিন্তু আমি চাই যে, যে যেখানে সামাজিক উন্নয়নে, দেশের অর্থনৈতিক উন্নয়নে, সাহিত্য ও সংস্কৃতির জগতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন-আমরা তাদের সম্মান জানাতে চাই। এজন্য ওই সব গুণী ব্যক্তিদের সম্পর্কে তথ্য প্রাপ্তি প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। গুণীজনদের সম্মানিত করায় আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্বাধীনতার চেতনায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার প্রধান। সবার পক্ষে থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সৈয়দ হাসান ইমাম অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। মন্ত্রিসভার সদস্য, সাংসদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।