সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : গতকাল ৮ মে রোববার সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের আলোর দিশারী মাধ্যমিক বিদ্যালয়ে ‘এসিড সারভাইভারস ফাউন্ডেশন’ ও ‘দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’-এর উদ্যোগে নারীর প্রতি এসিডসহ অন্যান্য সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকের নারী; কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডসহ সকল ক্ষেত্রেই নারীর অবস্থান পুরুষের তুলনায় এখনও অনেক পিছিয়ে। নারীর এই পিছিয়ে পড়ার কারণ সামাজিক, যার ভিত্তি বিভিন্ন ধরণের নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ। এগুলোর মধ্যে নারীর স্বাধীন চলাফেরা ও মতামত প্রকাশে বাধা দেয়া, অপবাদ দেয়া, অপমানিত করা, বিকাশের সুযোগ থেকে বঞ্চিত করা, দুর্ব্যবহার করা, শিশুবিবাহ, যৌন নির্যাতন, যৌতুকের দাবি, পাচার ও পতিতাবৃত্তিতে নিয়োজিত করা, ধর্ষণ এবং এসিড নিক্ষেপ অন্যতম। এসিড সন্ত্রাসের শিকার হয়ে অসখ্য পরিবারের নেমে এসেছে দু:স্বপ্ন। বিশেষ করে যারা এসিড সন্ত্রাসের শিকার হয়, তারা ব্যক্তি জীবনে নানা বিড়ম্বনা ও অবহেলার শিকার হয়। তাই ছাত্রছাত্রীসহ সমাজের সকলের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে এসিড সন্ত্রাস প্রতিহত করা এবং আইনের আশ্রয় নেয়া। যাতে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজে সাহস দেখাতে না পারে। এসিড সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক নানা রকম লিফলেট এবং প্রশ্নোত্তর পর্ব ও পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত প্রচারাভিযানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক, সহকারি শিক্ষক নির্মল বিশ্বাস, মোঃ আব্দুল হালিম, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ মঈন উদ্দিন, মোঃ নুরুজ্জামান, দি হাঙ্গার প্রজেক্টের দিরাই উপজেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম ও করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।