বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : রাশিয়ার এক পরমাণু বিশেষজ্ঞ বলেছেন, ভারত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা উন্নয়নে ব্যাপক বিনিয়োগ সত্ত্বেও যুদ্ধ বাঁধলে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা হয়ত পুরোপুরি ঠেকাতে পারবে না। কার্নেগি মস্কো সেন্টারের নন-প্রলিফারেশন প্রোগ্রামের সিনিয়র গবেষক পেতর টপিচকানোভ এ কথা বলেছেন। তিনি বলেন, আগামী ১০ বছরে পরমাণু অস্ত্র এবং সক্ষমতা উন্নয়নে ব্যাপক অর্থ ব্যয়ের পরিকল্পনা করেছে ভারত; কিন্তু তা সত্ত্বেও যুদ্ধ বাঁধলে পাকিস্তানি হামলা থেকে নিজ ভূমি রক্ষা করতে পারবে বলে মনে হয়না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা উন্নয়নে ভারত এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে ব্যাপক সহযোগিতা চলছে। এ ছাড়া রাশিয়ার কাছে থেকে ভারত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, এতসব সত্ত্বেও পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে প্রতিহত করতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করা থেকে অনেক দূরে রয়েছে ভারত। সূত্র: ডন