শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাইয়ে ‘দিরাই জনকল্যাণ পরিষদ’-এর আয়োজনে শনিবার বিকেলে উপজেলা গুমিলনায়তন হলে উপজেলার রাজানগর ইউনিয়নের সকল মসজিদের ইমামদের সংবর্ধনা ও স্মারক প্রদান করা হয়। পরিষদের সভাপতি খালেদ আহমদ জায়িমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের পরিচালনায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আব্দুল কাদির, মুফতি মাওলানা মুজাহিদ উদ্দিন, মাওলানা নূরউদ্দিন আহমদ, মাওলানা মাহবুবুল হক চৌধুরী, দিরাই প্রেসক্লাব সদস্য সচিব জিয়াউর রহমান লিটন, মাওলানা শিহাব উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।