বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: হাফিজ নাসিম (১১) চারমাসে মহাগ্রন্থ আল কুরআন এর হিফজ সম্পন্ন করেছে। সে কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের জনাব তরিকত উল্লাহ এর পুত্র। জামেয়া আবু বকর সিদ্দিক রাজি. আগফৌদ নারাইনপুর এর ছাত্র। জামেয়ার হিফজ বিভাগীয় প্রধান উস্তাদ হাফিজ মুখলিসুর রহমান এর তত্ত্বাবধায়নে চারমাসে পবিত্র কুরআন শরীফ আত্মস্থ করতে সক্ষম হয়। অল্পবয়স্ক এই শিশু ঐশীগ্রন্থ অতি কমসময়ে মুখস্ত করে কানাইঘাটবাসীকে বিস্ময়ে ফেলে দিয়েছে। তার পিতা একজন দিনমজুরে।
অত্যন্ত অস্বচ্ছল একটি পরিবারে বেড়ে উঠা এই ক্ষুদে হাফেজকে এগিয়ে নিতে, তার হাতকে মজবুত এবং তাকে আনন্দদানে
আজ তাকে সংবর্ধনা এবং আর্থিক অনুদান প্রদান করা হয় আল খায়রাত ফাউন্ডেশন রাজাগঞ্জ এর পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শাব্বীর বিন আব্দুল হান্নান, মাওলানা আলী আবদীন, মাওলানা হুসাইন আহমদ দুলাল, মাওলানা ইমরান হুসাইন, মাওলানা সালেহ আহমদ, কাওসার আহমদ, জাকের আহমদ প্রমুখ।