শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাজী আক্রম আলী দাখিল মাদরাসার সাবেক সহকারি মৌলভী ও লন্ডন প্রবাসি জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বশির আহমদের মাতা ও লন্ডন প্রবাসি হাজী কমরু মিয়ার স্ত্রী চমক তেরা আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ৫ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শুক্রবার বিকালেই পার্বতীপুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফল স¤পন্ন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি হাফিজ মোশাহিদ আহমদ, সাধারণ স¤পাদক এমএ কাসেম, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এমএম ইলিয়াছ আলী, কার্যকরী সদস্য সালেহ আহমদ হৃদয়।