বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি (সদুখালি) গ্রামের ৯২নং সদুখালি নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ এপ্রিল) রাতে চোরেরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে জরুরি কাগজপত্রসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। রাতে প্রচণ্ড বৃষ্টির সুযোগে চোরের বিদ্যালয়ের অফিসকক্ষে প্রবেশ করে ২টি মাল্টিমিডিয়া স্পিকার, ঘন্টা, ১টি মাল্টিফ্লাগ ও কিছু জরুরি কাগজপত্রসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল আমিন মোঃ শাহনুর চুরির বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান।