শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল জগদল ইউনিয়নের জগদল গ্রামে অবস্থিত ২০ শয্যা হাসপাতাল উদ্বোধনের পরও সেবা পাচ্ছেনা জগদল গ্রামসহ ইউনিয়নবাসি। উদ্বোধনের পর ডাক্তার স্বল্পতার কারণে প্রথম থেকেই চিকিৎসা সেবা ব্যাহত হয়ে আসছে। স্থাপন করা হয়নি কোন যন্ত্রপাতিও। ডাক্তার নিয়মিত বসার কথা থাকলেও সেখানে যাওয়া হয়না বলেই অরক্ষিত অবস্থায় দিন দিন হাসপাতালের অবস্থা করুণ হচ্ছে। মফস্বল এলাকার উন্নত চিকিৎসা সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে স্থাপিত জগদল হাসপাতাল এলাকার জন্য আশির্বাদ নিয়ে আসলে উদ্বোধনের পর সেই কাঙ্খিত সেবা প্রদান অধরাই থেকে গেলো, এখন পর্যন্ত সুফল আসেনি। চুরি হয়ে যাচ্ছে ফ্যান, লাইট ও ভেঙে যাচ্ছে দরজা-জানালা। অযতœ আর অবহেলার কারণে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেয়া জরুরী বলে মনে করেন এলাকার সচেতন মহল।